fbpx

কেন পড়বেন ডেনমার্কে?

Top 10 German Universities to study Medicine
March 8, 2020
Apply to study in Norway?
September 3, 2020

কেন পড়বেন ডেনমার্কে?

studyindenmark

কেন পড়বেন ডেনমার্কে?

ডেনমার্কের পড়াশুনার মান নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো প্রশ্নই আসে না। কেননা, বিভিন্ন শাখার খ্যাতিমান শিক্ষকেরা পড়ান এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে। পাশাপাশি, এখানকার শিক্ষাব্যবস্থার প্রায় সব স্তরই অনেকটা গবেষণানির্ভর। আর এ কারণেই সারা বিশ্বের ছাত্রছাত্রীদের কাছে এর চাহিদাও অনেক বেশি।এছাড়া, ৬০০ বেশি বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে ডেনমার্কে। এসব বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি করা যাবে পিএইচডিও।

ডেনমার্কে যেসব বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন সেগুলো হলো- ইলেক্ট্রনিকস এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং, আইসিটি ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এস্ট্রোনমি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এপ্লায়েড ম্যাথমেটিকস, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিস, রোবোটিকস, একাউন্টিং এন্ড ফিন্যান্স, ফ্যাশন এন্ড টেক্সটাইলস ডিজাইন, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ ইত্যাদি।

ডেনমার্কে পড়াশুনা করার জন্য ব্যাংকে কোন টাকা দেখানোর প্রয়োজন হয় না। আর ব্যাচেলর ও মাস্টার্স যে কোন প্রোগ্রামে পরিবার সহ আবেদনের সুযোগ।বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কী কী যোগ্যতা থাকতে হবে?

১. আইইএলটিএস (IELTS) স্কোর ৬.০ থেকে ৬.৫

২. একাডেমিক পরীক্ষায় কমপক্ষে ৬০% মার্কস টিউশন ফিঃ সাধারণত ৬০০০ ইউরো থেকে ১২০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

কখন করবেন আবেদন?

সেপ্টেম্বার সেশনের জন্যঃ ১৫ জানুয়ারি ডেডলাইন

ফেব্রুয়ারী সেশনের জন্যঃ ১ লা সেপ্টেম্বর ডেডলাইন

www.shakiledu.org#studyineurope#studyabroad#global_peace_index_2020#education#highereducation#studyindenmark#denmark#danish